Wednesday, July 1, 2015

দায়

যাতনা হেরি গায়,
সরায়ে আঁধার কালো…
জনম অবধি এত এত আলো
দিয়ে গেল সবিতায় ।
কত ক্লান্তির পথ-
পরাণ জুড়ালো ধরনীর বন-ছায় ।

নীলিমার শত তারা
এত সুন্দর সাজাল সুদূর
আনিল প্রানের সাড়া।
প্রিয় কত গুরুজন-
ছড়াল  জ্ঞানের আলো
সাজাল এ ভুবন ।

এই পদ্ম-নদের জলে,
তেষ্টা মেটানু এতকাল ধরি,
কতই ভুলিনু বেদন
তাহার শান্তি শীতল বায় ।

সব প্রিয়জন হেরি,
এত কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে,
আমার শূন্য ঝুড়ি ।
তাই যাতনা হেরি গায়-
কয় জনমে শোধিব
তাদের সকল দায় ।


Sunday, May 31, 2015

আজো সেই কোরান আছে হাদিস আছে

আজো সেই কোরান আছে হাদিস আছে

আজো সেই কোরান আছে হাদিস আছে,
সেই ইমান আর মানুষ নেই।

সেই আবু বকর ওমার নেই,
সেই আলী হায়দার, ওসমান নেই।

আযানের রসম আছে আগের মতই,
বেলালের সেই রুহ নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

এযিদের রাজতন্ত্র আজো আছে,
এযিদের রাজতন্ত্র আছে... আগের মতই।
হোসেনের সেই জীহাদ ও নেই।

কুরানের তেলাওয়াত আছে আগের মতই,
রাবিয়া বশ্রির মত প্রেমিকা নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

হাদিসের পাঠক আছে আগের মতই,
বোখারীর মত সেই সাধক ও নেই ।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

কাফের ও মুশরিক আছে আগের মতই,
ঈবনে কাসিম আর সালাদিন নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

ফালসাফা আছে আগের মতই
গাজ্জালির সেই তালক্বিন নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

দাওয়াতে দ্বিন আছে আগের মতই,
বান্নার মত সেই দায়ী নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

কবি ও কবিতা আছে আগের মতই,
হাফিজ, রুমী, ইকবাল নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

সেই আবু বকর ওমার নেই
সেই আলী হায়দার, ওসমান নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

Thursday, May 21, 2015

পদ্মা নদী আর আমি

পদ্মা নদী আর আমি

পদ্মা আমার বন্ধু। পদ্মার সাথে আমার সখ্যতা বর্ননাতীত। আমার জীবনের পূর্ণতা অপূর্নাতা পদ্মার সাথে একাত্ম। পদ্মার সঙ্গের কাছে আমি নিতান্তই দরিদ্র, দীন। তাই আমার চাওয়া পাওয়া সব ই পদ্মার কাছে।



পদ্মারে তোর আথই জলের ধারে;
একটু ঠাঁই দিস দীন আমি আমারে;
আমি আর কিছু না চাইরে পেতে......
শুধুই তোর কোলেতে চাই ঘুমাতে...
অসীম কালের তরে।।

পদ্মার বুকে ঢেউ আর ঢেউ। পদ্মার ঢেউয়ের সাথে আমার হৃদয়ের চঞ্চলতার সম্পর্ক। আমি কখনও জানিনি পদ্মার ঢেউ কিসে সুন্দর; কেন সুন্দর। সেই চেনা তীরে বসে বসে পদ্মার ঢেউ দেখে আমার অনেক দিন কেটেছে। সেই ঢেউ, সেই তীর কখনো আমার কাছে অতীত নয়।

তোর ঢেউয়ের তালে তালে,
পরান আমার নাচে রে
পরান আমার নাচে;
ও আমি যাই যত দূর, মন পড়ে রয়
বাঁকা তীরের কাছে রে
তোর বাঁকা তীরের কাছে।।

Monday, May 18, 2015

লয়া

লয়া

দিনের কাজ গুছিয়ে নেবে,
শেষ বিকেলের নিষ্প্রভ রোদ।।
আচ্ছা এই পৃথিবীর বয়স কত হল??
ধুর.........
মাথা চুলকে কাজ নেই; 
আদার ব্যাপারী আমি;
সে খবর আর কিইবা দামি?
তবে হ্যাঁ;
এ যেন শেষ বিকেলের রোদ,
আমিতো তখনো অবোধ!!

এই বোধহয় গেড়ে থাকা মস্ত সব পাহাড়,
ভেঙ্গে চুরমার;
হল।
লুকিয়ে রাখা সব রত্নাগার;
মাটি উবরে দিল।
কেও থাকার আছে?? করতে প্রতিরোধ।

বন্যরা উদ্ভ্রান্তের মত;
মানুষ সব মাতাল যেন;
সে আবার কী!! নীল সাগর লাল হল কেন?
ওমা আমিতো এখনো অবোধ!!
এমন কী হওয়ার ছিল।

Monday, March 2, 2015

সে কন বন্ধু বল | নাতে রাসূল | মতিউর রহমান মল্লিক

মতিউর রহমান মল্লিক | সে কন বন্ধু বল | নাতে রাসূল 

-------------------------------
সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশি আশ্বস্থ।
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
যে জন কখনো ব্যাথা দিতে জানেনা,
যে জন কেবলি মুছে দেয় বেদনা।
যে জন কখনো ব্যাথা দিতে জানেনা,
যে জন কেবলি মুছে দেয় বেদনা।
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর 
কার বুক এত প্রশস্থ।
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
মহানবী বলে কেওবা ডাকে, 
আমি ডাকি প্রিয়তম।
সে আমার ধ্যান, ভালোবাসা প্রেম,
মধুময়, মনোহর স্বপ্নসম।
যেজন করূনার অনুপম উপমা
যার মত মানবিক কোথা আর মেলেনা।
যেজন করূনার অনুপম উপমা
যার মত দরদী কোথা আর মেলেনা।
জীবনে আঙ্গিনা আবাদ করে দিতে আর 
কার বুক এত প্রশস্থ।
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত
সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশি আশ্বস্থ।
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।
আআআআআ

Saturday, February 21, 2015

বিদায়ী গান

বিদায়ী গান
=================

চলে যেতে পারো দূরে যেতে পার ভুলে যেতে পারোনা।
জীবন জুড়ে থাকবে অমর,
শহীদি এই কাফেলা।।

বেধেছিলে মোরে যে বন্ধনে, সে বাঁধন কী ছিড়ে যেতে পারে ?

পৃথীবির কোন ঝড়ে ।
মরন এলেও সে বাধন কভু ছিড়ে যেতে পারে না।

জীবন জুড়ে থাকবে অমর,
শহীদি এই কাফেলা।।

কাছে টেনে নিয়ে, ভালবাসা দিয়ে, করেছ অনেক ঋণী ।
আমি শুধু জানি, শোধতে সে ঋণ, পারবনা কোন দিন ই।
শুধু ক্ষমা করে দিও মোর যত ত্রুটি, মনে ধরে রেখনা।

জীবন জুড়ে থাকবে অমর,
শহীদি এই কাফেলা।।

একুশ আমার অহংকার

একুশ আমার অহংকার
==================

শিশিরে শিশিরে মুক্তামেলা ফাগুনের এই সকালে,
গাঢ়ঁ সবুজের মাথার শেষে সূর্য টিপ হয়ে কপালে।
এসেছে আবার এসেছে একুশ, 'অমর বাঙ্গালী' চেতনায়;
এসেছি আমরাও এসেছি বরতে একুশ আজ তোমায়।
একুশ আমার অহংকার, 
বাংলা ভাষা সব বাঙ্গালীর 
বেচে থাকার অলংকার।
স্বর্ণে নয়, রৌপ্যে নয়, নয় কোন দামী রত্ন দিয়ে,
কিনেছি মোদের প্রাণের একুশ বুকের তাজা রক্ত দিয়ে।
একুশ মানে বাঙ্গালী প্রাণে এক ঝুড়ি প্রিয় কথা উপহার।
একুশ আমার অহংকার, 
বাংলা ভাষা সব বাঙ্গালীর 
বেচে থাকার অলংকার।

Thursday, February 19, 2015

শিবির সংগীত

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি
শিবির সংগীত
-------------------------------------------------------------

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজীর রাস্থা ধরেছি।।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

এই শিবিরের শান্তি ছায়ায়, মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই।
এই শিবিরের শান্তি ছায়ায়, মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই।
মানুষ গড়ার এই আঙ্গিনায়, মানুষ গড়ার এই আঙ্গিনায়
আল্কুরআনের বানী পড়েছি।।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

আমাদের কেহ তিতুমীর হয়ে জালিমের কন্ঠ রুখবে,
শরীয়ত উল্লাহর ইসলামী বিপ্লব ছাত্রজনতা গড়বে।
আমাদের কেহ তিতুমীর হয়ে জালিমের কন্ঠ রুখবে,
শরীয়ত উল্লাহর ইসলামী বিপ্লব ছাত্রজনতা গড়বে।
এই জীহাদের দীপ্ত শপথে, পথচলা শুরু তব আজ হতে।
এই জীহাদের দীপ্ত শপথে, পথচলা শুরু তব আজ হতে।
শান্তি আনব বিশ্ব জগতে।
শান্তি আনব বিশ্ব জগতে।
সত্য শপথ করেছি।।
আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

শাহজালালের পূণ্য জীহাদে একদিন জনগণ জাগবে,
শাহমাখদুমের সগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে।
শাহজালালের পূণ্য জীহাদে একদিন জনগণ জাগবে,
শাহমাখদুমের সগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে।
হে মহা দিশারী, আলোর কাফে্লা,
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা।
হে মহা দিশারী, আলোর কাফে্লা,
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা।
মুক্তির সূর্য ঊদয়ের লগ্নে,মুক্তির সূর্য ঊদয়ের লগ্নে
তারি আয়োজন আজ করেছি। 
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজীর রাস্থা ধরেছি।।
আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

Monday, February 16, 2015

শহীদে শহীদে জনপদ শেষ; "Shahide Shahide Jonopod Shesh"

শহীদে শহীদে জনপদ শেষ

কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ। 
(২ বার)
তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করনা দান।
(২ বার)
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ। 
(২ বার)

তাহলে কী মালেকের ক্ষুণ বিফলে বিপথে গিয়েছে রে,
সাব্বিরের মা অকারণে কলিজা বিলিয়ে দিয়েছে রে ।
(২ বার)
না না না না তা হতে পারে না , 
না না না না তা হতে পারে না , 
 হতে পারে না , .........
শহীদের প্রাণ চীর অম্লান, চীর অনিঃশেষ।
শহীদের প্রাণ চীর অম্লান, চীর অনিঃশেষ।
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ।
(২ বার)

শাহজামাল নাই , ইমরান ও নাই, জাহাঙ্গির, ইলিয়াস,  খলিল ও নাই।
ক্ষুণরাঙ্গা পথ চলতে তবু প্রেরণায় বেদনায় তাদের ই পাই।
(২ বার)
শয়নে , স্বপনে সেই স্মরণে, 
শয়নে , স্বপনে সেই স্মরণে,
সেই স্মরণে।
ব্যাথাতুর মন ব্যাথাতুর সূর রিক্ত পরিবেশ।।
ব্যাথাতুর মন ব্যাথাতুর সূর রিক্ত পরিবেশ।।

শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ;
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ
তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করনা দান।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ;
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ;
তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করনা দান।
তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করনা দান।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।