Monday, May 18, 2015

লয়া

লয়া

দিনের কাজ গুছিয়ে নেবে,
শেষ বিকেলের নিষ্প্রভ রোদ।।
আচ্ছা এই পৃথিবীর বয়স কত হল??
ধুর.........
মাথা চুলকে কাজ নেই; 
আদার ব্যাপারী আমি;
সে খবর আর কিইবা দামি?
তবে হ্যাঁ;
এ যেন শেষ বিকেলের রোদ,
আমিতো তখনো অবোধ!!

এই বোধহয় গেড়ে থাকা মস্ত সব পাহাড়,
ভেঙ্গে চুরমার;
হল।
লুকিয়ে রাখা সব রত্নাগার;
মাটি উবরে দিল।
কেও থাকার আছে?? করতে প্রতিরোধ।

বন্যরা উদ্ভ্রান্তের মত;
মানুষ সব মাতাল যেন;
সে আবার কী!! নীল সাগর লাল হল কেন?
ওমা আমিতো এখনো অবোধ!!
এমন কী হওয়ার ছিল।

No comments:

Post a Comment