পদ্মা নদী আর আমি
পদ্মা আমার বন্ধু। পদ্মার
সাথে আমার সখ্যতা বর্ননাতীত। আমার জীবনের পূর্ণতা অপূর্নাতা পদ্মার সাথে একাত্ম।
পদ্মার সঙ্গের কাছে আমি নিতান্তই দরিদ্র, দীন। তাই আমার চাওয়া পাওয়া সব ই পদ্মার
কাছে।
পদ্মারে তোর আথই জলের ধারে;
একটু ঠাঁই দিস দীন আমি আমারে;
আমি আর কিছু না চাইরে পেতে......
শুধুই তোর কোলেতে চাই ঘুমাতে...
অসীম কালের তরে।।
পদ্মার বুকে ঢেউ আর ঢেউ।
পদ্মার ঢেউয়ের সাথে আমার হৃদয়ের চঞ্চলতার সম্পর্ক। আমি কখনও জানিনি পদ্মার ঢেউ
কিসে সুন্দর; কেন সুন্দর। সেই চেনা তীরে বসে বসে পদ্মার ঢেউ দেখে আমার অনেক দিন
কেটেছে। সেই ঢেউ, সেই তীর কখনো আমার কাছে অতীত নয়।
তোর ঢেউয়ের তালে তালে,
পরান আমার নাচে রে
পরান আমার নাচে;
ও আমি যাই যত দূর, মন পড়ে রয়
বাঁকা তীরের কাছে রে
তোর বাঁকা তীরের কাছে।।
No comments:
Post a Comment