Saturday, February 21, 2015

বিদায়ী গান

বিদায়ী গান
=================

চলে যেতে পারো দূরে যেতে পার ভুলে যেতে পারোনা।
জীবন জুড়ে থাকবে অমর,
শহীদি এই কাফেলা।।

বেধেছিলে মোরে যে বন্ধনে, সে বাঁধন কী ছিড়ে যেতে পারে ?

পৃথীবির কোন ঝড়ে ।
মরন এলেও সে বাধন কভু ছিড়ে যেতে পারে না।

জীবন জুড়ে থাকবে অমর,
শহীদি এই কাফেলা।।

কাছে টেনে নিয়ে, ভালবাসা দিয়ে, করেছ অনেক ঋণী ।
আমি শুধু জানি, শোধতে সে ঋণ, পারবনা কোন দিন ই।
শুধু ক্ষমা করে দিও মোর যত ত্রুটি, মনে ধরে রেখনা।

জীবন জুড়ে থাকবে অমর,
শহীদি এই কাফেলা।।

একুশ আমার অহংকার

একুশ আমার অহংকার
==================

শিশিরে শিশিরে মুক্তামেলা ফাগুনের এই সকালে,
গাঢ়ঁ সবুজের মাথার শেষে সূর্য টিপ হয়ে কপালে।
এসেছে আবার এসেছে একুশ, 'অমর বাঙ্গালী' চেতনায়;
এসেছি আমরাও এসেছি বরতে একুশ আজ তোমায়।
একুশ আমার অহংকার, 
বাংলা ভাষা সব বাঙ্গালীর 
বেচে থাকার অলংকার।
স্বর্ণে নয়, রৌপ্যে নয়, নয় কোন দামী রত্ন দিয়ে,
কিনেছি মোদের প্রাণের একুশ বুকের তাজা রক্ত দিয়ে।
একুশ মানে বাঙ্গালী প্রাণে এক ঝুড়ি প্রিয় কথা উপহার।
একুশ আমার অহংকার, 
বাংলা ভাষা সব বাঙ্গালীর 
বেচে থাকার অলংকার।

Thursday, February 19, 2015

শিবির সংগীত

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি
শিবির সংগীত
-------------------------------------------------------------

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজীর রাস্থা ধরেছি।।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

এই শিবিরের শান্তি ছায়ায়, মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই।
এই শিবিরের শান্তি ছায়ায়, মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই।
মানুষ গড়ার এই আঙ্গিনায়, মানুষ গড়ার এই আঙ্গিনায়
আল্কুরআনের বানী পড়েছি।।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

আমাদের কেহ তিতুমীর হয়ে জালিমের কন্ঠ রুখবে,
শরীয়ত উল্লাহর ইসলামী বিপ্লব ছাত্রজনতা গড়বে।
আমাদের কেহ তিতুমীর হয়ে জালিমের কন্ঠ রুখবে,
শরীয়ত উল্লাহর ইসলামী বিপ্লব ছাত্রজনতা গড়বে।
এই জীহাদের দীপ্ত শপথে, পথচলা শুরু তব আজ হতে।
এই জীহাদের দীপ্ত শপথে, পথচলা শুরু তব আজ হতে।
শান্তি আনব বিশ্ব জগতে।
শান্তি আনব বিশ্ব জগতে।
সত্য শপথ করেছি।।
আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

শাহজালালের পূণ্য জীহাদে একদিন জনগণ জাগবে,
শাহমাখদুমের সগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে।
শাহজালালের পূণ্য জীহাদে একদিন জনগণ জাগবে,
শাহমাখদুমের সগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে।
হে মহা দিশারী, আলোর কাফে্লা,
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা।
হে মহা দিশারী, আলোর কাফে্লা,
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা।
মুক্তির সূর্য ঊদয়ের লগ্নে,মুক্তির সূর্য ঊদয়ের লগ্নে
তারি আয়োজন আজ করেছি। 
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজীর রাস্থা ধরেছি।।
আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

Monday, February 16, 2015

শহীদে শহীদে জনপদ শেষ; "Shahide Shahide Jonopod Shesh"

শহীদে শহীদে জনপদ শেষ

কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ। 
(২ বার)
তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করনা দান।
(২ বার)
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ। 
(২ বার)

তাহলে কী মালেকের ক্ষুণ বিফলে বিপথে গিয়েছে রে,
সাব্বিরের মা অকারণে কলিজা বিলিয়ে দিয়েছে রে ।
(২ বার)
না না না না তা হতে পারে না , 
না না না না তা হতে পারে না , 
 হতে পারে না , .........
শহীদের প্রাণ চীর অম্লান, চীর অনিঃশেষ।
শহীদের প্রাণ চীর অম্লান, চীর অনিঃশেষ।
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ।
(২ বার)

শাহজামাল নাই , ইমরান ও নাই, জাহাঙ্গির, ইলিয়াস,  খলিল ও নাই।
ক্ষুণরাঙ্গা পথ চলতে তবু প্রেরণায় বেদনায় তাদের ই পাই।
(২ বার)
শয়নে , স্বপনে সেই স্মরণে, 
শয়নে , স্বপনে সেই স্মরণে,
সেই স্মরণে।
ব্যাথাতুর মন ব্যাথাতুর সূর রিক্ত পরিবেশ।।
ব্যাথাতুর মন ব্যাথাতুর সূর রিক্ত পরিবেশ।।

শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ;
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ
তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করনা দান।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ;
শহীদে শহীদে জনপদ শেষ
লৌহতে লৌহতে ছেয়েছে এ দেশ;
তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করনা দান।
তবুও কেন যে হে মেহেরবান ,
কোরআনের সেই সমাজ করনা দান।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।
কী অপরাধ হায় আমদের কর নির্দেশ।