Thursday, February 19, 2015

শিবির সংগীত

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি
শিবির সংগীত
-------------------------------------------------------------

পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজীর রাস্থা ধরেছি।।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

এই শিবিরের শান্তি ছায়ায়, মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই।
এই শিবিরের শান্তি ছায়ায়, মজলুম মানবতা নেবে যে গো ঠাঁই।
মানুষ গড়ার এই আঙ্গিনায়, মানুষ গড়ার এই আঙ্গিনায়
আল্কুরআনের বানী পড়েছি।।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

আমাদের কেহ তিতুমীর হয়ে জালিমের কন্ঠ রুখবে,
শরীয়ত উল্লাহর ইসলামী বিপ্লব ছাত্রজনতা গড়বে।
আমাদের কেহ তিতুমীর হয়ে জালিমের কন্ঠ রুখবে,
শরীয়ত উল্লাহর ইসলামী বিপ্লব ছাত্রজনতা গড়বে।
এই জীহাদের দীপ্ত শপথে, পথচলা শুরু তব আজ হতে।
এই জীহাদের দীপ্ত শপথে, পথচলা শুরু তব আজ হতে।
শান্তি আনব বিশ্ব জগতে।
শান্তি আনব বিশ্ব জগতে।
সত্য শপথ করেছি।।
আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

শাহজালালের পূণ্য জীহাদে একদিন জনগণ জাগবে,
শাহমাখদুমের সগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে।
শাহজালালের পূণ্য জীহাদে একদিন জনগণ জাগবে,
শাহমাখদুমের সগ্রামী ছোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে।
হে মহা দিশারী, আলোর কাফে্লা,
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা।
হে মহা দিশারী, আলোর কাফে্লা,
জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা।
মুক্তির সূর্য ঊদয়ের লগ্নে,মুক্তির সূর্য ঊদয়ের লগ্নে
তারি আয়োজন আজ করেছি। 
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
শপথের সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজীর রাস্থা ধরেছি।।
আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি।

No comments:

Post a Comment