Saturday, February 21, 2015

একুশ আমার অহংকার

একুশ আমার অহংকার
==================

শিশিরে শিশিরে মুক্তামেলা ফাগুনের এই সকালে,
গাঢ়ঁ সবুজের মাথার শেষে সূর্য টিপ হয়ে কপালে।
এসেছে আবার এসেছে একুশ, 'অমর বাঙ্গালী' চেতনায়;
এসেছি আমরাও এসেছি বরতে একুশ আজ তোমায়।
একুশ আমার অহংকার, 
বাংলা ভাষা সব বাঙ্গালীর 
বেচে থাকার অলংকার।
স্বর্ণে নয়, রৌপ্যে নয়, নয় কোন দামী রত্ন দিয়ে,
কিনেছি মোদের প্রাণের একুশ বুকের তাজা রক্ত দিয়ে।
একুশ মানে বাঙ্গালী প্রাণে এক ঝুড়ি প্রিয় কথা উপহার।
একুশ আমার অহংকার, 
বাংলা ভাষা সব বাঙ্গালীর 
বেচে থাকার অলংকার।

No comments:

Post a Comment