Wednesday, July 1, 2015

দায়

যাতনা হেরি গায়,
সরায়ে আঁধার কালো…
জনম অবধি এত এত আলো
দিয়ে গেল সবিতায় ।
কত ক্লান্তির পথ-
পরাণ জুড়ালো ধরনীর বন-ছায় ।

নীলিমার শত তারা
এত সুন্দর সাজাল সুদূর
আনিল প্রানের সাড়া।
প্রিয় কত গুরুজন-
ছড়াল  জ্ঞানের আলো
সাজাল এ ভুবন ।

এই পদ্ম-নদের জলে,
তেষ্টা মেটানু এতকাল ধরি,
কতই ভুলিনু বেদন
তাহার শান্তি শীতল বায় ।

সব প্রিয়জন হেরি,
এত কিছু দিয়ে ভরিয়ে দিয়েছে,
আমার শূন্য ঝুড়ি ।
তাই যাতনা হেরি গায়-
কয় জনমে শোধিব
তাদের সকল দায় ।


No comments:

Post a Comment