Sunday, May 31, 2015

আজো সেই কোরান আছে হাদিস আছে

আজো সেই কোরান আছে হাদিস আছে

আজো সেই কোরান আছে হাদিস আছে,
সেই ইমান আর মানুষ নেই।

সেই আবু বকর ওমার নেই,
সেই আলী হায়দার, ওসমান নেই।

আযানের রসম আছে আগের মতই,
বেলালের সেই রুহ নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

এযিদের রাজতন্ত্র আজো আছে,
এযিদের রাজতন্ত্র আছে... আগের মতই।
হোসেনের সেই জীহাদ ও নেই।

কুরানের তেলাওয়াত আছে আগের মতই,
রাবিয়া বশ্রির মত প্রেমিকা নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

হাদিসের পাঠক আছে আগের মতই,
বোখারীর মত সেই সাধক ও নেই ।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

কাফের ও মুশরিক আছে আগের মতই,
ঈবনে কাসিম আর সালাদিন নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

ফালসাফা আছে আগের মতই
গাজ্জালির সেই তালক্বিন নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

দাওয়াতে দ্বিন আছে আগের মতই,
বান্নার মত সেই দায়ী নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

কবি ও কবিতা আছে আগের মতই,
হাফিজ, রুমী, ইকবাল নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

সেই আবু বকর ওমার নেই
সেই আলী হায়দার, ওসমান নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।

Thursday, May 21, 2015

পদ্মা নদী আর আমি

পদ্মা নদী আর আমি

পদ্মা আমার বন্ধু। পদ্মার সাথে আমার সখ্যতা বর্ননাতীত। আমার জীবনের পূর্ণতা অপূর্নাতা পদ্মার সাথে একাত্ম। পদ্মার সঙ্গের কাছে আমি নিতান্তই দরিদ্র, দীন। তাই আমার চাওয়া পাওয়া সব ই পদ্মার কাছে।



পদ্মারে তোর আথই জলের ধারে;
একটু ঠাঁই দিস দীন আমি আমারে;
আমি আর কিছু না চাইরে পেতে......
শুধুই তোর কোলেতে চাই ঘুমাতে...
অসীম কালের তরে।।

পদ্মার বুকে ঢেউ আর ঢেউ। পদ্মার ঢেউয়ের সাথে আমার হৃদয়ের চঞ্চলতার সম্পর্ক। আমি কখনও জানিনি পদ্মার ঢেউ কিসে সুন্দর; কেন সুন্দর। সেই চেনা তীরে বসে বসে পদ্মার ঢেউ দেখে আমার অনেক দিন কেটেছে। সেই ঢেউ, সেই তীর কখনো আমার কাছে অতীত নয়।

তোর ঢেউয়ের তালে তালে,
পরান আমার নাচে রে
পরান আমার নাচে;
ও আমি যাই যত দূর, মন পড়ে রয়
বাঁকা তীরের কাছে রে
তোর বাঁকা তীরের কাছে।।

Monday, May 18, 2015

লয়া

লয়া

দিনের কাজ গুছিয়ে নেবে,
শেষ বিকেলের নিষ্প্রভ রোদ।।
আচ্ছা এই পৃথিবীর বয়স কত হল??
ধুর.........
মাথা চুলকে কাজ নেই; 
আদার ব্যাপারী আমি;
সে খবর আর কিইবা দামি?
তবে হ্যাঁ;
এ যেন শেষ বিকেলের রোদ,
আমিতো তখনো অবোধ!!

এই বোধহয় গেড়ে থাকা মস্ত সব পাহাড়,
ভেঙ্গে চুরমার;
হল।
লুকিয়ে রাখা সব রত্নাগার;
মাটি উবরে দিল।
কেও থাকার আছে?? করতে প্রতিরোধ।

বন্যরা উদ্ভ্রান্তের মত;
মানুষ সব মাতাল যেন;
সে আবার কী!! নীল সাগর লাল হল কেন?
ওমা আমিতো এখনো অবোধ!!
এমন কী হওয়ার ছিল।