আজো সেই কোরান আছে হাদিস আছে
আজো সেই কোরান আছে হাদিস আছে,
সেই ইমান আর মানুষ নেই।
সেই আবু বকর ওমার নেই,
সেই আলী হায়দার, ওসমান নেই।
আযানের রসম আছে আগের মতই,
বেলালের সেই রুহ নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।
এযিদের রাজতন্ত্র আজো আছে,
এযিদের রাজতন্ত্র আছে... আগের মতই।
হোসেনের সেই জীহাদ ও নেই।
কুরানের তেলাওয়াত আছে আগের মতই,
রাবিয়া বশ্রির মত প্রেমিকা নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।
হাদিসের পাঠক আছে আগের মতই,
বোখারীর মত সেই সাধক ও নেই ।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।
কাফের ও মুশরিক আছে আগের মতই,
ঈবনে কাসিম আর সালাদিন নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।
ফালসাফা আছে আগের মতই
গাজ্জালির সেই তালক্বিন নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।
দাওয়াতে দ্বিন আছে আগের মতই,
বান্নার মত সেই দায়ী নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।
কবি ও কবিতা আছে আগের মতই,
হাফিজ, রুমী, ইকবাল নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।
সেই আবু বকর ওমার নেই
সেই আলী হায়দার, ওসমান নেই।
আজো সেই কোরআন আছে, হাদিস আছে
সেই ইমান আর মানুষ নেই।